আমাদের কথা
কারিগরি ও ব্যবসায় শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে খুলনা শহরের প্রাণকেন্দ্রে বিগত ১৯৬৮খ্রি. খুলনা সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। দিন বদলের সাথে সাথে সাধারণ শিক্ষার চাহিদা যেমন সম্প্রাসারিত হয়েছে, তেমনিভাবে সনাতন ধাঁচের কারিগরি শিক্ষা যেমন টাইপিং, শর্টহ্যান্ড ইত্যাদির গুরুত্ব হ্রাস পেয়েছে। এই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে বিগত ১২.০৫.২০১৬খ্রি. তারিখে শিক্ষামন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে কলেজটিকে সাধারণ কলেজে রূপান্তর করে। তখন কলেজটির নামকরণ করা হয় “খুলনা সরকারি কলেজ, খুলনা”। অতঃপর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পাঠদান কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে শিক্ষামন্ত্রণালয় প্রতিষ্ঠানটির নাম সরকারি জয়বাংলা কলেজ, খুলনা হিসাবে বিগত ১৮.১২.২০১৯ খ্রি. প্রজ্ঞাপন জারি করে। এ প্রতিষ্ঠানে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে দক্ষ শিক্ষকমন্ডলীর দ্বারা শ্রেণি কার্যক্রম চলমান রয়েছে। প্রতিষ্ঠানটির সফলতায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারী তথা সমাজের সকল শ্রেণির মানুষের কাছে ঐকান্তিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।