আমাদের কথা
কারিগরি ও ব্যবসায় শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে খুলনা শহরের প্রাণকেন্দ্রে বিগত ১৯৬৮খ্রি. খুলনা সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। দিন বদলের সাথে সাথে সাধারণ শিক্ষার চাহিদা যেমন সম্প্রাসারিত হয়েছে, তেমনিভাবে সনাতন ধাঁচের কারিগরি শিক্ষা যেমন টাইপিং, শর্টহ্যান্ড ইত্যাদির গুরুত্ব হ্রাস পেয়েছে। এই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে বর্তমান শিক্ষাবান্ধব সরকার বিগত ১২.০৫.২০১৬খ্রি. তারিখে শিক্ষামন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে কলেজটিকে সাধারণ কলেজে রূপান্তর করে। তখন কলেজটির নামকরণ করা হয় “খুলনা সরকারি কলেজ, খুলনা“। অতঃপর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পাঠদান কার্যক্রম শুরু হয়। খুলনা শহরে “খুলনা সরকারি কলেজ“ এর কাছাকাছি নামে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থী ভর্তি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর সাথে সুষ্ঠু যোগাযোগ রক্ষায় বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হয় এবং কলেজটির নাম পরিবর্তন করা অনিবার্য হয়ে পড়ে। এ পরিপ্রেক্ষিতে তৎকালীন অধ্যক্ষ প্রফেসর ড. মোল্লা আমির হোসেন একটি ইউনিক নাম রাখার উদ্যোগ গ্রহণ করেন। কলেজের শিক্ষক পরিষদের সভায় মহান মুক্তিযুদ্ধের স্লোগান “জয়বাংলা“ কে সংযোজননের মধ্য দিয়ে “সরকারি জয়বাংলা কলেজ, খুলনা“ নামকরণের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে এর সাথে একমত পোষন করেন। পরবর্তীতে তাঁর সুপারিশের আলোকে শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠানটির নাম “সরকারি জয়বাংলা কলেজ, খুলনা” হিসাবে বিগত ১৮.১২.২০১৯খ্রি. প্রজ্ঞাপন জারি করে। উল্লেখ্য এই স্লোগানটির প্রবক্তা মহান মুক্তিযুদ্ধের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি এ স্লোগানের শক্তি দিয়ে বাঙালি জাতিকে স্বাধীনতা ও মুক্তির মহামন্ত্রে উদ্দীপ্ত করতে সক্ষম হন, যার সুফল স্বাধীন বাংলাদেশ। এ স্লোগানকে চির স্মরণীয় করে রাখতে কলেজ কর্তৃপক্ষের এ মহতী প্রয়াস। এই প্রতিষ্ঠানটি জয়বাংলা স্লোগানের স্মারক হিসেবে চির অম্লান থাকবে।
বর্তমান সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য এই প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর। এই মহান উদ্দেশ্য বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক, কর্মচারী তথা সমাজের সকল শ্রেণির মানুষের কাছে ঐকান্তিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।