জরুরি বিজ্ঞপ্তি।

  • Post category:Notice

শুধুমাত্র টেকনিক্যাল বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থী যারা ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের জেএসসি এবং এসএসসি পাশের মূল মার্কশীটের ফটোকপি আগামী ২৯.০৮.২০২৪ খ্রি. দুপুর ১২ টার মধ্যে কলেজ অফিসে জমা দেওয়ার জন্য বলা হলো। যারা মূল মার্কশীটের ফটোকপি জমা না দিয়ে অনলাইন রেজাল্টের কপি জমা দিয়েছে তাদেরও মূল মার্কশীটের ফটোকপি পুনরায় জমা দেওয়ার জন্য বলা হলো।