স্টল বরাদ্দের সর্বশেষ বিজ্ঞাপন

  • Post category:Notice

শীতের বিদায় ও বসন্তবরণ
পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তারিখ: ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার
সময় : সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.০০টা
(১ ঘন্টা সময় বাড়তেও পারে)

স্টল মালিকানা:
সরকারি জয়বাংলা কলেজের যেকোন শিক্ষার্থী (বর্তমান ও প্রাক্তন) / শিক্ষার্থী পরিবারের সদস্য মেলাতে স্টল মালিক হিসেবে অংশগ্রহণ করতে পারবে( প্রাধিকার পাবে)।

বরাদ্দযোগ্য স্টল সংখ্যা ২০টি। আমাদের বেশকিছু স্টল এখনো ফাঁকা আছে। তাই এখনো যারা সিদ্ধান্তহীনতায় ভুগছো দ্রুত কলেজে চল আসো এবং নিজেদের জন্য স্টল বুকিং দাও..

শিক্ষার্থীদের জন্য স্টল বুকিং দেয়ার শেষ
সময়: ১৩ ফেব্রুয়ারী ২০২৫ বৃহস্পতিবার দূপুর ২.০০ পর্যন্ত

শেষ সময়ের পূর্বে যোগাযোগ নাম্বারে ফোন দিয়ে বা কলেজে সরাসরি এসে দায়িত্বশীল শিক্ষকমণ্ডলীর
সাথে সাক্ষাৎ করে স্টল বুকিং নিশ্চিত কর..

এই সময়ের পর ফাঁকা স্টলগুলো পেশাদার স্টল ব্যাবসয়ীদের মাঝে বরাদ্দ দেয়া হবে…তাই শিক্ষার্থীদের স্টল বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেয়া হলো।

সর্বোচ্চ ৪জন মিলে একটি স্টল মালিকানা পাওয়ার সুযোগ আছে…তাই দিনব্যাপী আনন্দ আড্ডায় শামিল হওয়ার জন্য একটি স্টল মালিকানা পাওয়া অনেক মজার হবে।

স্টলে পন্য প্রকৃতি:
রকমারি পিঠা
জনপ্রিয় খাবার আইটেম
কোল্ড ড্রিংকস/ বেভারেজ
চা /কফি
ফ্যাশন আইটেম
সাজসজ্জা সামগ্রী
সেবা সামগ্রী
এবং অন্যান্য যে কোন কিছু যা মেলার সাথে যায়।

স্টল আকার : ৮ফুট X ৮ ফুট

স্টল ডেকোরেশন :
স্টলে টেবিল,টেবিলের কাভার ও দুইটি চেয়ার বসিয়ে তিনপাশে কাপড়ের সীমানা নির্দিষ্ট করে দেয়া হবে। বাকি সজ্জা স্টল মালিকের।

পুরষ্কার প্রদান :
সবচেয়ে বেশি বিক্রি / সুসজ্জার জন্য স্টল মালিককে পুরষ্কার প্রদান করা হবে।

যোগাযোগ:
জনাব নিশিত কুমার মন্ডল
( সহকারী অধ্যাপক,রাষ্ট্রবিজ্ঞান) 01715-756706
জনাব উম্মে সুরাইয়া
(সহকারী অধ্যাপক,সমাজবিজ্ঞান) 01716-804353
সরকারি জয়বাংলা কলেজ খুলনা

উৎসবে স্টলের পরিকল্পনা নিচে সংযুক্ত: